এক বছরেরও বেশি সময় পর মিরপুরে ফিরছে টেস্ট
স্পোর্টস ডেস্ক : ১৩ মাসের অপেক্ষার পর আবারও টেস্ট ক্রিকেট ফিরছে মিরপুরে। তাও আবার এক বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে। কারণ পুরো সিরিজই যেন ঘুরপাক খাচ্ছে এক নামকে ঘিরে- মুশফিকুর রহিম।
সিলেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি নিজের ৯৯তম টেস্ট। এবার মিরপুরে দাঁড়াবেন শততম টেস্টের গৌরবময় মাইলফলকে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ টেস্ট হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর দীর্ঘ বিরতি। মোট ২৮টি টেস্ট আয়োজন করেছে এই ভেন্যু। যার মধ্যে ৮টিতে জয়, ১৭টিতে হার এবং বাকি ৩ ড্র। এখানেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে একবার করে এবং জিম্বাবুয়েকে তিনবার হারিয়েছে টাইগাররা।
এই মাঠের স্পষ্ট রাজা- মুশফিকুর রহিম। মিরপুর যেন তার ব্যক্তিগত দুর্গ। ২৭ টেস্টে ৪৯ ইনিংসে তার রান ১৮৫৫। এই ভেন্যুতে সর্বোচ্চ। তিনটি ডাবল সেঞ্চুরির দুটিই খেলেছেন এখানে। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯* ও ২০৩*।
সব মিলিয়ে, মিরপুরের এই প্রত্যাবর্তন কেবল একটি টেস্ট ম্যাচ নয়- এটি মুশফিকের দুই দশকের নিষ্ঠা, সংগ্রাম আর সাফল্যের এক মহার্ঘ উদযাপনও। ক্রিকেট ভক্তদের চোখ তাই এবার শুধু ম্যাচে নয়, ইতিহাস রচনার অপেক্ষাও।
(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২৫)
