রূপক মুখার্জি, নড়াইল : দীর্ঘ ১৭ বছর একটি স্বৈরাচারী সরকার আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আজ সেই ভোটাধিকার আপনারা ফিরে পেয়েছেন। আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে দেশকে বাঁচাবেন এবং জনগণকে বাঁচাবেন। 

আজ সোমবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর কাচারী মাঠে অনুষ্ঠিত জনসভায় এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলের নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও অনুষ্ঠিত সভার সভাপতি সেলিনা রহমান।

নড়াইল- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সভার আয়োজন করে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম।

সভায় বিএনপির কেন্দ্রীয় নেত্রী সেলিনা রহমান এ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে পরিচয় করিয়ে দেন।

নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।

নড়াইল- ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার হচ্ছে সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা করা। আমি জয়ী হলে সমাজের নারী ও শিশুদের সুরক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে কাজ করবো।

প্রসঙ্গত, সভায় নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

(আরএম/এসপি/নভেম্বর ১৭, ২০২৫)