তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে স্মরণ কালের বৃহত্তম জনসভায় গণমানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
গতকাল রবিবার বিকেলে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিষ্ঠুরতম স্বৈরশাসক। অত্যাচারী ও নিষ্ঠুরতার কারণে আজ তাকে এহেন পরিণতি বরণ করতে হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ছয়বারের নির্বাচিত সাবেক এই সংসদ সদস্য। তিনি আরও বলেন, বিএনপির মধ্যে যারা দূর্ণীতিবাজ, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সামান্যতম ছাড় দেয়া হবেনা। আওয়ামী লীগের মধ্যে যারা আগ্রহী ক্লিন ইমেজের ব্যক্তি আছে তারা বিএনপিতে যোগদান করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শাহ মোহাম্মদ শাহীন সাজি, যুবদল আহবায়ক হাসান মোঃ সাফা পিন্টু সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
(সিআর/এসপি/নভেম্বর ১৭, ২০২৫)
