ঈশ্বরগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচীর উদ্বোধন
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক পুষ্টিমান ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে ঈশ্বরগঞ্জে স্কুল ফিডিং কার্যাক্রমের উদ্বোধন করা হয়।
আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান উপজেলার মালিয়াটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট ও পাউরুটি তুলে দিয়ে স্কুল ফিডিং কর্মসূচীর উদ্বোধন করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা আহমেদ জানান, উপজেলার একশো ৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৬ হাজার ৫শত ২৪জন শিক্ষার্থী প্রতিদিন রুটিন মাফিক বনরুটি, সিদ্ধ ডিম, ইউএইচটি দুধ ফর্টি ফাইড বিস্কুট কলা ও মৌসুমী ফল পাবে। সরকারী ভাবে নিয়োগ প্রাপ্ত ঠিকাদাররা এসমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করবেন।
স্কুল ফিডিং কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, জাইকা প্রতিনিধি রেবেকা সুলতানা প্রমুখ।
(এন/এসপি/নভেম্বর ১৭, ২০২৫)
