নগরকান্দা প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা পর ফরিদপুরের নগরকান্দায় আনন্দ মিছিল বের করা হয়েছে।

আজ সোমবার বিকালে রায় ঘোষণার পর পরই নগরকান্দা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলে নগরকান্দা উপজেলা বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।

মিছিলের অগ্রভাগে ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা সিরাজ ফকির, মোহাম্মাদ আলী, রেজাউল আলম রিজু, লাভলু মাষ্টার, হাফিজুর রহমান মুন্সী, গোলজার শরীফ, কামাণ মাতুব্বর, আমির হোসেন, কারামত তালুকদার প্রমুখ।

(পিবি/এসপি/নভেম্বর ১৭, ২০২৫)