একে আজাদ, রাজবাড়ী : জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রাজবাড়ীর পাংশায়  আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর পৌর শহরের মালেক প্লাজার সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কালিবাড়ী মোড়ে এসে শেষ হয়।

সেখানে উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, শরিসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম হুমায়ুন মাষ্টার, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউসুফ হোসেন মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন, পৌর যুবদলের আহবায়ক সবুজ সরদার, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণহত্যার ন্যায়বিচারের জন্য দেশের মানুষ অপেক্ষা ছিলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় দেশের মানুষ আনন্দিত। আমরা বিশ্বাস করি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর হলে জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা পূরণ হবে।

(একে/এএস/নভেম্বর ১৭, ২০২৫)