রূপক মুখার্জি, লোহাগড়া : নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী (সড়াতলা) গ্রামে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার কেজি পলিথিন, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান।

এসময় ইমরান হোসেন (৩৭) নামে এক যুবককে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি সড়াতলা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইমরান দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুত করে খুচরা বাজারে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদে দুপুরে নড়াইল সদর সেনা ক্যাম্পের একটি দল বুড়িখালি ইটভাটা এলাকার ভাড়া বাড়িতে অভিযান চালায়। এসময় ইমরান নিজেই মজুতের বিষয়টি স্বীকার করেন। ঘর তল্লাশিতে পাওয়া যায় প্রায় আড়াই টন পলিথিন, যা স্থানীয়ভাবে ১৮০ টাকা কেজি দরে বিক্রি করা হতো।

পরবর্তীতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল অভিযানে যুক্ত হয়। উদ্ধার করা পলিথিন পরিবেশ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী জব্দ করে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

বিচারক মো. বদিউজ্জামান বলেন, পরিবেশ রক্ষায় সেনাবাহিনী ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(আরএম/এএস/নভেম্বর ১৯, ২০২৫)