কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় ২ দিনব্যাপি আয়বর্ধক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি কাপ্তাইয়ে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর আয়োজনে বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম হল রুমে ২ দিনব্যাপি আয়বর্ধক কার্যক্রমের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্ধোধন করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী মো: রুহুল আমিন।চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবির খিয়াং এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আহসান হাবীব, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, অনুষ্ঠানে সঞ্চালনা করেন কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।এসময় আরো উপস্থিত ছিলেন ৭১ টিভি কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা প্রমুখ।
আয়বর্ধক কার্যক্রমের প্রশিক্ষণ কর্মশালায় কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কৃষি এবং হাঁস মুরগি পালন করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় তার ওপর আয়বর্ধক কার্যক্রমের প্রশিক্ষণ কর্মশালায় চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন,উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আহসান হাবীব। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ৫০ থেকে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
(আরএম/ওএস/নভেম্বর ১৯, ২০২৫)
