সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড, উফশী ধান ও সূর্যমুখী বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। 

অনুষ্ঠানে মোট ২৩০০ জন কৃষকের মধ্যে ৪৬০০ কেজি বোরো হাইব্রীড ধানবীজ, ১০০ জন কৃষকের মাঝে ৫০০ কেজি উফসী ধানবীজ ৩৫০জন কৃষককে সীর্যমূখী বীজ এও ৪৫০০ কেজি ডিএপি সার এবং ৪৫০০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

বীজ সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাতসহ কৃষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে সরকারের এই প্রণোদনা দিলে শুধু ফসল উৎপাদনই নয়, বরং স্থানীয় অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তাও আরও মজবুত হবে।

(এসএসএ/ওএস/নভেম্বর ১৯, ২০২৫)