যশোরের ভাইরাল আফিয়ার পাশে 'উই আর বাংলাদেশ'
যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের অসহায় মা মণিরা খাতুন। তাঁর তিন বছরের কন্যা আফিয়ার মানবেতর জীবন-সংগ্রামের করুণ সংবাদ একাধিক গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। জন্মের সময় আফিয়ার চেহারা ইউরোপীয় বংশোদ্ভূত শিশুদের মতো হওয়ায় বাবা মোজ্জাফর সন্তান ও স্ত্রীর সঙ্গেই সম্পর্ক ছিন্ন করে বিদেশে পাড়ি জমান। এরপর অসহায় মণিরা অন্যের বাড়িতে দিনমজুরি করে কোনোমতে মেয়ের মুখে খাবার তুলে দিতেন।
তাঁদের দুঃখ-কষ্টের এই গল্প গণমাধ্যমে উঠে আসার পর তা দেশ-বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষের নজরে আসে।
গত ১৪ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসহায় মা-মেয়ের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তাঁর পক্ষ থেকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মণিরা ও আফিয়ার হাতে উপহার তুলে দেন। এসময় ঘোষণা করা হয় যে, মণিরা খাতুনের জন্য একটি বসতঘর নির্মাণ করা হবে এবং আফিয়ার পড়াশোনার যাবতীয় ব্যয় বহন করবে বিএনপি। পরিবারটির সার্বিক দায়িত্ব গ্রহণ করে যশোর জেলা বিএনপি। এছাড়া জেলা প্রশাসনও আইনি ও নাগরিক সেবা নিশ্চিতে এগিয়ে আসে।
তবে তারেক রহমানের দেওয়া ঘর তৈরির উদ্যোগে জটিলতা দেখা দেয়। কারণ, মণিরা খাতুনদের নিজস্ব কোনো জমি ছিল না। ফলে বসতঘর নির্মাণের কাজ থমকে যায়। কিন্তু মানবিকতার এই গল্প এখানেই শেষ নয়!
বুধবার সামাজিক সংগঠন We Are Bangladesh (Wab)-এর প্রতিষ্ঠাতা এবং মানবিক পুলিশ সদস্য এস. এম. আকবর জমি সমস্যার সমাধানে এগিয়ে আসেন। তিনি মণিরা খাতুনের হাতে বসতঘর নির্মাণের জন্য জমি কেনার প্রয়োজনীয় আর্থিক সহায়তা তুলে দেন।
তাঁর এই তাৎক্ষণিক সহায়তার মাধ্যমে আফিয়া ও তাঁর মায়ের মাথা গোঁজার স্থায়ী আশ্রয়ের পথে তৈরি হলো এক বিশাল অগ্রগতি।
বিভিন্ন গণমাধ্যমে আফিয়ার করুণ বাস্তবতা ভাইরাল হওয়ার পর যে মানবিকতার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। এটাতে প্রমাণ হয় মানুষ মানুষের জন্য। এই সম্মিলিত উদ্যোগে সমাজের সকল স্তরের হৃদয়বান মানুষের সদিচ্ছাই প্রতিফলিত হয়েছে।
(এসএমএ/ওএস/নভেম্বর ১৯, ২০২৫)
