রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বিরাট গণমিছিল। 

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা সদরের বাবলাতলায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শ্যামনগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ শ্যামনগর পৌর সদরের সড়কের অংশজুড়ে এ গণমিছিল প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের পাশে জেসি কমপ্লেক্স চত্বরে এসে সংক্ষিপ্ত পথসভা মধ্যে দিয়ে মিছিলটি শেষ হয়।

গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু ও উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অংক সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে বিভিন্ন এলাকা থেকে আসা খন্ড খন্ড মিছিলকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পুরুষ ভোটারের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যানার, ফেস্টুন ও মাথার উপরে উড়তে থাকা ধানের শীষের প্রতীক সব মিলিয়ে উপজেলা সদরজুড়ে তৈরি হয় নির্বাচনী উচ্ছ্বাস।

মিছিল চলাকালে মিছিলে অংশ নেয়া কর্মী-সমর্থকদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারা আহ্বান জানান গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার। মিছিলে অংশ নেওয়া অনেক নারী ভোটার বলেন, পরিবর্তনের স্বপ্ন নিয়ে তারা ধানের শীষকে সমর্থন করছেন।

(আরকে/ওএস/নভেম্বর ১৯, ২০২৫)