ফুলপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ময়মনসিংহ উত্তর জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদক আহাম্মেদুর রহমান রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
নবগঠিত কমিটিতে জাকারিয়া আলমকে সভাপতি ও হাফিজুর রহমান জরিপকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে হাফিজ উদ্দিন, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম সিকদার ও অর্থ সম্পাদক পদে আপেল মাহমুদ নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
(আইএস/এএস/নভেম্বর ২০, ২০২৫)
