লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ধূমপান বিষপান
ধীরে ধীরে যায় জান,
এ নেশায় নাশ প্রাণ
লয় করে জয় গান।

ধূমপান করে যারা
তিল তিল করে তারা,
জান থাকতে যায় মারা
ধন সম্পদ সব হারা।

রেখে সব হাতে হাত
এসো লড়ি দিন রাত,
উল্টাতে ধারাপাত
ভাঙ্গি যত বিষ দাঁত।