ঠাকুরগাঁও প্রতিনিধি : বিসিবি’র মিস ম্যানেজমেন্ট রয়েছে। যে কারণে তৃণমূলের কোনো কথা বা সমস্যা ঢাকায় গিয়ে পৌঁছাচ্ছে না বিসিবির কর্নধাররাও জেলা উপজেলার পর্যায়ে আসে না। তাই তৃণমূলের ভালো খেলোয়াড় আসছে না। বিসিবি’র মিস ম্যানেজমেন্টে তৃণমূলে খেলার উন্নতি হচ্ছেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক আসিফ আকবর।

আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা ক্রিড়া সংস্থা পরিদর্শনে এসে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এসব মন্তব্য করেন তিনি।

আসিফ বলেন, আমাদের দেশে সীমানা দুটি দেশের সাথে ভাগ হয়েছে। একটি ভারত আরেকটি মিয়ানমার। আমাদের সীমান্তের দুই প্রতিবেশির একটি দেয় ফেনসিডিল আরেকটি দেয় ইয়াবা। আরো যদি কয়েকটা দেশ থাকতো তবে বাংলাদেশ হাওয়ায় উড়ে যেতো। তাই আমাদের তরুন ও যুব সমাজকে রক্ষা করতে হলে খেলার বিকল্প নেই। তৃণমূলের মাঝে খেলাধুলাকে ছড়িয়ে দিতে হবে মাদক থেকে তাদের বাঁচাতে হলে। মাদক থেকে বাঁচাতে খেলাধুলায় আগ্রহ বাড়াতে হবে তাদের।

তিনি আরো বলেন, ওয়েষ্টইন্ডিজ বা সাবিকুল হাসানের দিকে আমাদের তাকালে হবেনা। আমাদের তৃণমূলের উদিয়মান প্রতিটি সাকিবুল,মুশফিক, মাশরাফিদের দিকে তাকাতে হবে। তাদের যতœ নিলে আগামীতে খেলায় উন্নত হবে বাংলাদেশ। প্রতিটি স্কুল ও মাদ্রাসা পর্যায়ে খেলাটাকে পৌছে দিতে হবে।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র ডিরেক্টর হাসানুজ্জামান, বিসিবির আম্পায়ার শাকির, বিসিবির সাধারণ প্রশাসন বিভাগের মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম ।

পরিদর্শনকালে তারা স্টেডিয়ামের বর্তমান সুবিধা, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী করণীয় বিষয়গুলো পর্যালোচনা করেন।

(এফআর/এসপি/নভেম্বর ২০, ২০২৫)