রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজে কর্মরত শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।  

আজ বৃহস্পতিবার সকালে লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের হলরুমে কলেজ অধ্যক্ষ কাজল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রভাষক টি এম ফেরদৌস ওয়াহিদ, শেখ শরিফুল ইসলাম, বিএম শাহ আলমসহ প্রমূখ।

মতবিনিময় সভায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলের জন্য দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, দূর্বল বিষয়ে ওপর ক্লাস নেওয়ার নির্দেশ প্রদান সহ ছাত্রী হাজিরা শতভাগ নিশ্চিত করণের ওপর নির্দেশনা দেন।

মতবিনিময় সভা শেষে তিনি লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শন শেষে ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। পরে তিনি নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য অসুস্থ শেখ হাফিজুর রহমানকে দেখতে যান এবং তাঁর খোঁজ-খবর নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো : আনোয়ার হোসেন, এনপিপির লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: বদিয়ার রহমান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস এনপিপি দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো: রেজাউল করিম খানসহ প্রমূখ।

(আরএম/এসপি/নভেম্বর ২০, ২০২৫)