সোনাতলায় মাদক ও টাকাসহ ২ জন গ্রেফতার
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ায় সোনাতলা থানা বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৫৯০ টাকা সহ ২ জন শীর্ষ মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল বুধবার রাতে এসআই শিমুলের নেতৃত্বে অভিযান চালায় একদল পুলিশ। অভিযান চলাকালে গড়ফতেপুর মধ্যপাড়ার নিজ বাড়ি থেকে মোঃ রাহুল ইসলাম অন্তর শেখ (২৮)কে ২৫ পিস ইয়াবা সহ আটক করা হয়। পরবর্তীতে আরেক তথ্য মতে একই এলাকার মোঃ শাহরিক আহম্মেদ জয় (২৬)কে ২৭পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ৩ হাজার ৫৯০ টাকাসহ তাকেও গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, দুইজনের কাছ থেকে মোট ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ হাজার ৫৯০টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
(বিএস/এসপি/নভেম্বর ২০, ২০২৫)
