সাকিবকে ছুঁয়ে সবার ওপরে তাইজুল
স্পোর্টস ডেস্ক : টেস্টে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব আল হাসান। ২৪৬ উইকেট নিয়ে সবার ওপরে ছিলেন এই অলরাউন্ডার। এবার তাইজুল ইসলাম ছুঁয়ে ফেলেছেন সাকিবকে।
আজ (শুক্রবার) মিরপুর টেস্টের তৃতীয় দিনে সাকিবের মাইলফলক স্পর্শ করেছেন ৪ উইকেট নেওয়া তাইজুল। তবে এখন তাইজুলই সবার ওপরে। কিভাবে?
টেস্টে ২৪৬ উইকেট নিতে সাকিবের লেগেছে ৭১ ম্যাচ। সেখানে নিজের ৫৭তম টেস্টে এসে ২৪৬ উইকেটের মালিক হলেন তাইজুল। তাই দ্রুততম হিসেবে তালিকায় এখন সবার ওপরে তাইজুলের নাম, সাকিব নেমে গেছেন দুই নম্বরে।
৫৬ টেস্টে ২০৯ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে মেহেদী হাসান মিরাজ। ৩৩ টেস্টে ১০০ উইকেট শিকারি মোহাম্মদ রফিক চার নম্বরে। ৩৬ টেস্টে ৭৮ উইকেট নিয়ে সেরা পাঁচে এখনও মাশরাফি বিন মর্তুজা।
(ওএস/এএস/নভেম্বর ২১, ২০২৫)
