ইউপি সদস্যের মারধরের পর ডিজিটাল সেনটারের উদ্যোক্তা বিনা চিকিৎসায় বাড়িতে অবরুদ্ধ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে লিটন শেখ (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) উদ্যোক্তাকে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত লিটন শেখ নিজামকান্দি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কর্মরত । তিনি ওই গ্রামের মৃত মোকসেদ শেখের ছেলে। আহত লিটন বলেন, জমির আইল ঠিক করা নিয়ে প্রতিবেশি ও ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মিলটন ফকিরের সাথে বুধবার আমার বাক বিতন্ডা হয়। ওই ঘটনার জের ধরে ইউপি মেম্বর ক্ষিপ্ত হন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে আমি বাড়ি থেকে বের হয়ে ফলসি বাজারের উদ্দেশ্যে রওনা দেই। আমি ইউপি সদস্যের বাড়ির সামনে পৌঁছালে ইউপি সদস্য ও তার লোকজন নিয়ে আমার ওপর অতর্কিত হামলা করে।
লিটন শেখ বর্তমান আহত এবং বিনা চিকিৎসায় নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় আছেন। তিনি ভয়ে চিকিৎসা নিতে বাড়ির বাইরে বের হতে পারছেন না। অভিযুক্ত ইউপিসদস্য ও তার লোকজন তাকে পথে পেলে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং বাড়ির আশপাশে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন।
আহত লিটন শেখ বলেন, ‘আমি বর্তমানে আহত এবং বিনা চিকিৎসায় নিজ বাড়িতে ভয়ে অবরুদ্ধ অবস্থায় আছি। ইউপিসদস্য ও তার লোকজন আমাকে পথে পেলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বাড়ির আশপাশে মহড়া দিচ্ছে। এতে আমি অতংকিত। চিকিৎসা নিতে বের হতে সাহস পাচ্ছি না। আমি প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই।’ অভিযুক্ত ইউপিসদস্য মিলটন ফকিরের মোবাইলে একাধিকবার কল করে বন্ধ পাওয়া গেছে। যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।’
(টিবি/এএস/নভেম্বর ২১, ২০২৫)
