চাটমোহরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান ওই যুবক। এরআগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের ডেঙ্গার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার পরনে জিন্স প্যান্ট ও সাদা চেক শার্ট ছিল। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতাবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে সিল্কসিটি ট্রেনটি ঢাকার দিকে যাচিছল। এ সময় ডেঙ্গার ব্রিজ এলাকায় অজ্ঞাত ওই যুবক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে ওই যুবক মাথা, মুখমন্ডল থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গা রক্তাক্ত জখম হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অজ্ঞাত ওই যুবককে মৃত ঘোষণা করা হয়।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ তাদের হাতে বুঝিযে দেওয়অ হবে। তবে আমরা মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিতে চেষ্টা করছি।
(এসএইচ/এসপি/নভেম্বর ২১, ২০২৫)
