সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট-রামপাল-মোংলা সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে এলাকার মানুষের অন্ধত্ব প্রতিরোধে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

আজ শুক্রবার দিনভর বাগেরহাটের ফকিরহাটের শিরীন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা শিবির থেকে দুইশতজন ছানি ও নেত্রনালী রোগী বাছাই করা হয়েছে। এসব রোগীদের ঢাকায় নিয়ে ফ্রি চোখের অপারেশন ও কারো কারো চোখে লেন্সও সংযোজন করা হবে।

চক্ষু চিকিৎসা শিবিরে বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম জানান, প্রতি বছরই নিজস্ব অর্থায়ানে এলাকার মানুষের অন্ধত্ব প্রতিরোধে চোখের ছানি অপারেশনের রোগী বাছাইয়ে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়ে থাকে। শুক্রবার ৩ হাজার রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এরমধ্যে রোগীদের ভেদে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেয়া হয়েছে। ছানি ও নেত্রনালী অপারেশনের জন্য দুইশত রোগী বাছাই করা হয়েছে। তাদেরকে ঢাকায় নিয়ে ফ্রি চোখের অপারেশন করানো হবে। কারো কারো চোখে লেন্সও সংযোজন করতে হবে। এসব কিছুই ফ্রি করছি। আমার একটাই উদ্দেশ্য এলাকার মানুষের অন্ধত্ব প্রতিরোধ করা বলে জানান এই বিএনপি নেতা।

(এস/এসপি/নভেম্বর ২১, ২০২৫)