ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : হাবিবুর রহমান সোহানের ফিফটি ছড়ানো দুর্দান্ত ইনিংসের পর শেষে গিয়ে তাণ্ডব চালান এসএম মেহরব। তারা ভারতের বিপক্ষে বাংলাদেশকে এনে দেন বড় সংগ্রহ। পরে তাদের ক্যাচ মিসের সুযোগ নিয়ে রান তাড়ায় নামা ভারত লড়াই করে সমানতালে। তবুও শেষ বলে ৪ রান দরকার ছিল ভারতের। তারা সেটি করেও ফেলে।
সুপার ওভারে গিয়ে বাজিমাত করে বাংলাদেশ। প্রথম দুই বলে ভারতের দুই উইকেট নিয়ে নেন রিপন মন্ডল। বাংলাদেশ ব্যাট করতে নেমে ভারতের মতেই প্রথম বলে উইকেট হারায়। তবে দ্বিতীয় বলে ওয়াইড হওয়ায় এক রান পেয়েই উল্লাসে মাতে। এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে ভারতকে হারিয়ে তারা নিশ্চিত করে ফাইনাল।
কাতারের দোহায় টস হেরে আগে ব্যাটি করতে নামা বাংলাদেশ ‘এ’ দল শুরুটা করে দারুণ। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম রান তুলতে থাকেন দ্রুতগতিতে। তাদের ওপেনিং জুটিতে ৪.২ ওভারেই আসে ৪৩ রান। এরপর জিসান অবশ্য ফেরেন ১৪ বলে ২৬ রান করে।
মিডল অর্ডারের ব্যাটাররা দ্রুত বিদায় নিতে থাকেন। যদিও একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন সোহান। তিনি ৪৬ বলে ৬৫ রান করে আউট হয়ে যান। শেষদিকে এসে তাণ্ডব চালান মেহরব। ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর অপরপ্রান্তে ইয়াসির করেন ৯ বলে ১৭ রান। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯৪ রান।
এই রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৫৩ রান তোলে ভারত। ভৈবভ সূর্যবংশী আউট হন ১৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে। আরেক ওপেনার প্রিয়াংশ আরিয়া ২৩ বলে ৪৪ রান করেন। যদিও ব্যর্থ হয়েছেন নামান ধীর। তিনি ১২ বলে ৭ রান করে ফিরে যান। অধিনায়ক জিতেশ শর্মার ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৩ রান।
পঞ্চম উইকেটে দলের হাল ধরেন নেহাল ওয়াদহেরা ও রামানদীপ সিং। তারা পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ২৬ রান। শেষ ৩ ওভারে ভারতের দরকার ছিল ৩৯ রান। আর হাতে ৪ উইকেট। ১৮তম ওভারে বোলিংয়ে আসেন আব্দুল গাফফার। সেই ওভার থেকে আসে ১০ রান। ১৯তম ওভারে বল হাতে তুলে নেন রিপন মন্ডল। ওই ওভারে গিয়ে টাই করে ভারত। পরে ম্যাচ সুপার ওভারে গড়ায়।
(ওএস/এএস/নভেম্বর ২২, ২০২৫)
