স্পোর্টস ডেস্ক : শুরুতে কিছুটা ছন্দহীনতা, এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো। সবশেষে স্নায়ুচাপ সামলে থাইল্যান্ডকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপে ইতিহাস গড়ল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে ৪০-৩১ পয়েন্টে জয়ী হয়ে সেমিফাইনালের টিকিট কাটার পাশাপাশি বিশ্বমঞ্চে নিজেদের প্রথম পদক নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা।

ঢাকায় চলমান এই আসরের শুরু থেকেই পদক জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। সেই প্রত্যাশা বাস্তবে রূপ পাওয়ার পর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনন্দের বন্যা বয়ে যায়। জয়ের পরপরই গ্যালারিতে থাকা দর্শকদের করতালির জবাবে লাল-সবুজ পতাকা নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

ম্যাচের শুরুতে টস জিতে রেইড বেছে নেয় থাইল্যান্ড। প্রথম রেইডে থানিয়ালাক বেনরিথ বোনাস পয়েন্ট তুলে নিলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে শ্রাবণী মল্লিক দ্রুতই বোনাস ও টাচ পয়েন্ট এনে দিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান। এরপর রেইডার ও ডিফেন্ডারদের সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মেবি চাকমা দলকে প্রথমবারের মতো লিড এনে দেন।

নবম মিনিটে ইনজুরির কারণে দলের নির্ভরযোগ্য রেইডার শ্রাবণী মল্লিক ম্যাট ছাড়লে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেই চাপ সামলে নেন বৃষ্টি বিশ্বাস। ১১-১১ সমতার সময় এক রেইডে দুইজনকে আউট করে দলকে এগিয়ে নেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। দ্রুতই প্রতিপক্ষকে অলআউট করে স্কোর ১৮-১৩ তে নিয়ে যায়। এ সময় রেইড ও ট্যাকল—উভয় বিভাগেই দারুণ আধিপত্য দেখায় বাংলাদেশ।

ম্যাচের শেষ ভাগে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩১-১৮ পয়েন্টে। শেষদিকে থাইল্যান্ড মরিয়া হয়ে লড়লেও কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৪০-৩১ পয়েন্টের দাপুটে জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে পদক জয়ের উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ।

(ওএস/এএস/নভেম্বর ২২, ২০২৫)