শাহ্ আলম শাহী, দিনাজপুর : কান্তজীউ মেলায় যাওয়ার পথে যাত্রীবাহী মিনি বাসের চাকায় পিষ্টে অটোরিকশা যাত্রী একই পরিবারের চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। শনিবার (২২ নভেম্বর)  দুপুর দুপুর সোয়া দুইটায় দিনাজপুর-দশমাইল মহাসড়কে নশিপুরস্থ বাংলাদের গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউট এর সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের ইয়াকুবের স্ত্রী মর্জিনা (৫০), আমিনুল ইসলামের স্ত্রী তানজিমা পারভিন ( ৪০), আনোয়ার হোসেনের স্ত্রী সুমী(২৫) আক্তার (১৪) ও আবদুস সালামের স্ত্রী সাদিয়া বেগম (১৮)।নিহতরা সবাই একে অপরের জা এবং ভাতিজি।

এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের সকলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ জানিয়েছেন।

আহত মকবুল ইসলাম জানিয়েছেন, স্ত্রী, মা, সন্তান ও নাতি–নাতনিদের নিয়ে মোট নয়জন অটোরিকশায় দিনাজপুর সদর থেকে কান্তনগর মেলা দেখার উদ্দেশ্যে রওনা হন। পথে দশ মাইলের অদূরে নশিপুরে গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউট এর সামনে যাত্রীবাহী মিনিবাস নাসির পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে মুখোমুখি সজোরে ধাক্কা দিয়ে প্রায় একশত গজ সড়ক টেঁনেহেচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তার নাতি বর্তমানে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন।তার অবস্থাও গুরুতর।

প্রত্যক্ষদর্শী আলমগীর জানায় পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কান্তজীউ মেলার যাওয়ার পথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি যাত্রীসহ অটোরিকশাটিকে সামনে টেঁনেহেচড়ে প্রায় একশত গজ নিয়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজন নিহত হয়। নিহত পরিবারের পাঁচজনকে মূমুর্ষ অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

ঘটনার সুত্যতা নিশ্চিত করেছেন,দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মো.রেজাউল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে। তবে, অটোরিকশার অপর তিন যাত্রী ও চালক সামান্য আহত হলেও তারা ভালো রয়েছেন।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান জানান, দুপুর ২টা ২২ মিনিটে সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের মৃতদেহ উদ্ধার করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় অবরোধ দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করে স্থানীয় উত্তেজিত জনতা।সড়কের দু'ধারে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।। চরম দূর্ভোগে পড়েছে,দূরপাল্লার যাত্রীরা
এরিপোর্ট লেখার সময় মহাসড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য স্থানীয় লোকজনকে আহবান জানিয়ে প্রশাসনের উবর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করেছিলেন।।

(এসএএস/এএস/নভেম্বর ২২, ২০২৫)