রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকাল ৪ টার দিকে নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের নেতৃত্বে
এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রায় সহস্রাধিক দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে গণমিছিলটি লোহাগড়া উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুন্দশী এলাকায় গিয়ে শেষ হয়।

পরে বিএনপি নেতা ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মো: ফরিদ বিশ্বাস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, বিএনপি নেতা মোস্তফা কামাল মোস্ত , লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক আক্তার হোসেন মোল্যা, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাঈদ আলম শিপলু, লোহাগড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিক তারেক, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, যুগ্ম আহ্বায়ক মো : সাইফুল ইসলাম মল্লিক, স্বেচ্ছাসেবক দলের নেতা আশিকুর রহমান স্বপন, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন জুয়েল, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মো : আনিচুর রহমান, ছাত্রদল নেতা কাজী নাঈম হোসেন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, নড়াইল-২ সংসদীয় আসনটি অবহেলিত। এ আসনে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তাকেই আমরা বিজয়ী করবো, ইনশাল্লাহ। জান্নাত-জাহান্নাম আল্লাহর ফয়সালা। কোন দলকে ভোট দিয়ে জান্নাত জাহান্নাম নিয়ন্ত্রণ করা যাবে না। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

(আরএম/এএস/নভেম্বর ২২, ২০২৫)