পাকুল্লা ইউপির বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার পাকুল্লা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। গতকাল শনিবার সকালে সোনাতলায় আসেন। এরপর তিনি পাকুল্যার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন এবং সামগ্রিক বিষয় নিয়ে খোঁজখবর নেন।
সোনাতলা উপজেলার পাকুল্লা পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, জেলা স্টাফ অফিসার তাসোয়ার তানজামুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহাগ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদ এবং পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিনি পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লুৎফর রহমান বালিকা বিদ্যালয়, হুয়াকুয়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয় এবং পাকুল্লা বহুমুখী বিদ্যালয়সহ ইউনিয়নের ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেন।
পরে তিনি পাকুল্লা ইউনিয়ন পরিষদে যান এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় জেলা প্রশাসক বলেন, জনগণকে আশ্বস্ত করতে আমি এখানে এসেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রের ত্রুটি গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা তা সমাধান করবেন।পরিদর্শনকালে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
(বিএস/এএস/নভেম্বর ২২, ২০২৫)
