রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অপহরণের তিন মাস ১১ দিনেও উদ্ধার হয়নি দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের পরানপুর গ্রামের ইতি রানী রপ্তান। গত ১১ আগষ্ট দুপুর পৌনে একটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে মেহেন্দীনগরের বখাটে রাজু আহম্মেদ তাকে অপহরণ করে বলে অভিযোগ।

পরানপুর গ্রামের তপন কুমার রপ্তান জানান, তার মেয়ে ইতি রপ্তান কালিগঞ্জ উপজেলার কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর কলা বিভাগে পড়াশুনা করতো। গত ১১ আগষ্ট দুপুর পৌনে দুটোর দিকে সে কলেজ থেকে বের হলেও বিকেল চারটার মধ্যে বাড়িতে না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তারা। কোথাও মেয়ের সন্ধান না পেয়ে প্রতিবেশি লাভলুকে নিয়ে শ্যামনগর থানায় যেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর মোল্লার পরামর্শ মত থানায় একটি হারানো অভিযোগ করেন। তদন্তভার উপপরিদর্শক সজীব আহম্মেদ এর উপর ন্যস্ত করা হয়।

পরবর্তীতে সহপাঠীদের মাধ্যমে তিনি জানতে পারেন যে মেহেন্দীনগর গ্রামের রুহুল আমিনের ছেলে ও বিএনপি নেতা শাহ আলমের চাচাত ভাই রাজু আহম্মেদ কলেজের পাশবর্তী এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায়। বিষয়টি তিনি তদন্তকারি কর্মকর্তাকে জানালে তিনি রাজু আহম্মেদ এর বাড়িতে যান। এ সময় রুহুল আমিন ও শাহ আলম রাজু ও ইতির সন্ধান পেলে ইতিকে তার (বাবা) হাতে তুলে দেবেন মর্মে আশ^স্ত করে থানায় মামলা না করার জন্য বলেন। একপর্যায়ে বাড়িতে এসেও তার হাতে মেয়েকে তুলে দেওয়ার কথা বলেন রুহুল আমিন। সম্প্রতি তিনি জানতে পারেন যে তার মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে করে বাড়িতেই রেখেছে রাজু। বিষয়টি নিয়ে থানায় গেলে

তদন্তকারি কর্মকর্তা বদলী হয়ে আশাশুনিতে গেছে মর্মে তাকে জানানো হয়। বর্তমানে ওই অভিযোগের কপি কোথায় আছে তা কোন পুলিশ কর্মকর্তার কাছ থেকে জানতে পারেননি।

তপন কুমার রপ্তান তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে রুহুল আমিন সাংবাদিকদের জানান, ইতি রপ্তান সাবালিকা। তাকে অপহরণের অভিযোগ সঠিক নয়। সে ভালবাসার টানে ইসলাম ধর্ম গ্রহণ করে তার ছেলের সঙ্গে বিয়ে করেছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক সজীব আহম্মেদ জানান, তিনি ওই মেয়েকে উদ্ধার করতে মামলা করার উদ্যোগ নিলে ছেলের পক্ষ ইতিকে ফিরিয়ে দিতে রাজী হয়েছে এমন কথা বলেন। ফলে তারা মামলা করেনন। একপর্যায়ে তাকে আশাশুনি থানায় বদলী করা হয়।

এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর মোল্লার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

(আরকে/এএস/নভেম্বর ২২, ২০২৫)