কাপ্তাইয়ে কেআরসি উচ্চ বিদ্যালয়ে ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা। শনিবার (২২ নভেম্বর)সকাল থেকে ছিল উৎসবমুখর পরিবেশ—অংশ নেয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১'শত ৫০ জন শিক্ষার্থী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জানিয়েছেন—এই বৃত্তি পরীক্ষা কাপ্তাইয়ের শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব, মেধা বিকাশ এবং এলাকায় মানসম্মত শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুনাহার বেগম বলেন, কেআরসি স্কুলে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা আয়োজন করতে পেরে আমি আনন্দিত। শিক্ষার্থীদের মেধা উন্নয়ন, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস গঠনে এ পরীক্ষার ভূমিকা অপরিসীম। শিক্ষক সংকট কাটিয়ে এখন বিদ্যালয় পরিচালনা আরও সুসংগঠিত হয়েছে। অংশগ্রহণকারী সকল স্কুল, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাই।
শিক্ষাবিদ ও অভিভাবকরা বলছেন—কেআরসি উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ এলাকাব্যাপী মানসম্মত শিক্ষার পথকে আরও সুদৃঢ় করবে।
প্রথম বৃত্তি পরীক্ষার সফল আয়োজন কাপ্তাইয়ের শিক্ষা অঙ্গনে সৃষ্টি করেছে ইতিবাচক ধারা—আরও বড় উদ্যোগের প্রত্যাশায় কাপ্তাইবাসী।
(আরএম/এএস/নভেম্বর ২২, ২০২৫)
