স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্তৃক মাদ্রাসার ছাত্র নির্যাতন ও শিক্ষককে জড়িয়ে চক্রান্তের অভিযোগে শ্যামনগরে মানববন্ধন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি মা খাদিজা (রঃ) হাফিজিয়া মাদ্রাসার কয়েকজন ছাত্রকে নিজ বাড়িতে নিয়ে ঘরের দরজা দিয়ে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন এবং হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত নয়ন, মিলন ও তাদের পিতা মাকছুর রহমান গাইনের বিচারের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ মানববন্ধন করেছেন।
শনিবার বিকেল সাড়ে ৪ টার সময় গাবুরা গাইনবাড়ি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত তিনজন নিজেরাই আইন হাতে তুলে নিয়ে মাদ্রাসার ছাত্রদের বেআইনি ও নির্মমভাবে প্রহার করেছে। একই সঙ্গে মাদ্রাসার হুজুরকে বদনাম করা ও তাকে জড়িয়ে চক্রান্ত করার চেষ্টা করছে তারা।
বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের ওপর এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং নির্দোষ হুজুরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।
মানববন্ধনে অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং মাদ্রাসার শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। স্থানীয়রা জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।
মানববন্ধনটি আয়োজন করেন, গাইনবাড়ি হাফিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থীগণ। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবী করেন।এছাড়া মাদ্রাসার সুনাম ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে। এবং তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দোষীদের শাস্তি নিশ্চিত না হয়, তবে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
স্থানীয়রা জানান নাজমুল হাসান নয়ন বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সংসদ সদস্য জগলুল হায়দারের ঘনিষ্ঠ জন হিসেবে এলাকায় পরিচিত ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ১নং যুগ্ম আহ্বায়ক।
জগলুল হায়দারের দাপটে সে সময় শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুষ, দূর্নীতি, টেন্ডার বাণিজ্য, সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অর্থ আত্মসাত সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল নয়ন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান লম্পট নয়ন বাড়ির কাজের মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে শারীরিক সম্পর্ক করে গর্ভবতী করে। তার একটা মেয়ে সন্তান হয় গত ২০০০ সালে মেয়েটিকে স্কুলে ভর্তি করার সময় পিতৃ পরিচয় নিয়ে আলোচনায় আসে। পরবর্তী সময়ে ঐ নারী বাদি হয়ে সাতক্ষীরার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন যার নম্বর ৩১৫/২১ কিন্তু দলীয় সংসদ সদস্যের কাছের লোক হওয়ায় ধর্ষিতা ও তার মেয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়।
(আরকে/এএস/নভেম্বর ২২, ২০২৫)
