আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় রবিবার ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে ইএসডিও’র প্রধান কার্যালয়ে এসব কৃষি উপকরণ হস্তান্তর ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে অনুদানের চেক ও মাটিপরীক্ষার যন্ত্র, পিপি এবং ব্যালেন্ডর মেশিন সহ অন্যান্য কৃষি উপকরণ তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম।

উল্লেথ্য, এ অনুষ্ঠানে পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ ভেল্যু চেইন উপ-প্রকল্প (আরএমটিপি)’র আওতায় জনগণকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের জন্য পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদনকারী ২'শ ১৫ জন কৃষকের মাঝে ২৬ লাখ ৩০ হাজার টাকা চেক ও ২ লাখ ৫০ হাজার টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

(এই/এএস/নভেম্বর ২৩, ২০২৫)