নাটোর প্রতিনিধি : নাটোরে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামি বছরের ৫ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করে আদালত।

আদালত সূত্রে জানা যায়,হজ্ব ও তাবলিগ জামায়াত সম্পর্কে বিরুপ মন্তব্য করায় চলতি বছরের ১৬ অক্টোবর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার আরিফ হোসেন বাদি হয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান মুন্নির আদালতে এই মামলাটি দায়ের করা হয়। বৃহস্পতিবার ধার্য দিনে বিচারক মামলার বিবাদী সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিসহ আগামী বছরের ৫ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেন। ওই দিন লতিফ সিদ্দিকীকে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে আদালত।

(এমআর/এএস/ডিসেম্বর ১৮, ২০১৪)