ফরিদপুর বিসিক শিল্প নগরীতে ড্রেনে পড়ে ছিলো যুবকের মরদেহ
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে বিসিক শিল্প নগরীতে ড্রেনে পড়ে থাকা অবস্থায় মো. জাহিদ (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের ধারণা বিদ্যুতের তার চুরি করতে গিয়ে জাহিদ নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার ১১টার দিকে ঘটনাস্থল থেকে জাহিদের কাদামাখা মরদেহটি উদ্ধার করে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ।
ঘটনাস্থল থেকে কোতয়ালি থানায় উপপরিদর্শক (এসআই) পীযুষ কান্তি হালদার উত্তরাধিকার ৭১ নিউজকে জাহিদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশের ধারণা শনিবার দিবাগত রাতের যেকোনো সময় কানাইপুর বিসিক শিল্পনগরীর নীপা প্লাস্টিক কারখানার বিদ্যুৎ এর তার কাটতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন হয়ে মৃত্যুবরণ করেন। এর আগে, রবিবার সকালে কারখানার মালিক সিরাজ শেখ ড্রেনের ভেতর এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশ ও বিদ্যুৎ বিভাগকে খবর দেন।
পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত জাহিদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী থানায় বলে জানা গেছে। নিহত জাহিদ পেশায় একজন ভ্যান চালক ছিলেন বলে জানিয়েছেন নিহতের পরিবার।
(আরআর/এএস/নভেম্বর ২৩, ২০২৫)
