দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে লালদিয়া ও পানগাঁও বন্দরের ইজারা চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার পায়তারা—এর প্রতিবাদে। রবিবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সমন্বয়ক কমরেড আব্দুল কাদের আজাদ, বাসদ ফরিদপুর অঞ্চল কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, সিপিবির সাবেক সভাপতি আজাদ আবুল কালাম এবং সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন।

সমাবেশ পরিচালনা করেন কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল।

বক্তারা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়া হলে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং জনগণের জীবনযাত্রা আরও কষ্টকর হয়ে উঠবে। তারা স্পষ্ট ভাষায় জানান—দেশের বন্দর দেশের জনগণই পরিচালনা করবে, বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, গত ১৫ মাসে দেশে বৈষম্য কমার পরিবর্তে আরও বেড়েছে। মানুষ ক্রমেই হতাশার মধ্যে নিমজ্জিত হচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না। সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না।

সমাবেশ থেকে যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয় এবং আগামী দিনে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

(ডিসি/এএস/নভেম্বর ২৩, ২০২৫)