কারাগারে সাবেক আওয়ামী লীগ নেতা শম্ভু, জগদীশ ও সামছুর ঢালী, গ্রেপ্তার দেখানোর তারিখ পরিবর্তন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গত ১৩ নভেম্বর ঢাকার উত্তরায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাবেক তিন আওয়ামী লীগ নেতাকে আশাশুনি থানার তিনটি ও সদর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানোর তারিখ পরিবর্তন করা হয়েছে। রবিবার নির্ধারিত দিনে তাদেরকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে সাতক্ষীরায় না আনতে পারার কারণে আগামি ৩০ নভেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়।
চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর আসামীরা হলেন, আশাশুনি উপজেলার মজগুরখালি গ্রামের ললিত মোহন মণ্ডলের ছেলে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডল (৫৮), একই উপজেলার আশাশুনি গ্রামের আবুল হোসেন ঢালীর ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও শ্রমিক লীগের সাবেক সভাপতি সামছুর রহমান ঢালী (৫৭) ও বামনডাঙা গ্রামের হিমাংশু সানার ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা (৫৭)।
সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর উত্তরা থেকে ডিএমপি পুলিশ শম্ভুচরণ মণ্ডল, জগদীশ চন্দ্র সানা ও সামছুর রহমান ঢালীকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে ২০২৫ সালের সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত তুরাগ থানায় গত ২ সেপ্টেম্বর দায়েরকৃত ১নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়।
সূত্রটি আরো জানায়, গত বছরের ২১ জুলাই সন্ধ্যায় ১৪৪ ধারা ভঙ্গ করে খাজরা বাজারে হামলা, ভাংচুর ও পুলিশকে মারপিট করে জখম করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে আশাশুনি থানার উপপরিদর্শক মোমরেজ আলীর দায়েরকৃত জিআর-১৬২/২৪ নং মামলার এজাহারবহির্ভুত ও সন্দিগ্ধ আসামী ও আসামী খাজরা ইউপি চেয়ারম্যান শাহানাজ ডালিম ও অহিদুল ইসলামের গ্রেপ্তার দেখানোর জন্য মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াদুদ গত ১৭ নভেম্বর আদালতে আবেদন করেন।
একইভাবে গত ২৮ আগষ্ট বিকেল সাড়ে ৫টার দিকে কোলা তিন রাস্তার মোড়ে আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিবুর রহমানকে পিটিয়ে জখম করার ঘটনায় ৩১ আগষ্ট হাবিবুর রহমান বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আটজনকে আসামী করে থানায় জিআর-১৪৯/২৫ নং মামলা করেন। এ মামলায় এজাহার বহির্ভুত ও সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক রাজীব মণ্ডল ১৭ নভেম্বর আবেদন করেন।
গত বছরের ৬ আগষ্ট বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত শ্রীউলা গ্রামের হামিদ সরদারের ঘরবাড়িতে লটপাট ও ভাংচুর চালিয়ে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট ও বাড়িঘর প্রেট্রোল দিয়ে জ¦ালিয়ে দেওয়ার অভিযোগে আব্দুল হামিদের স্ত্রী মোছাঃ পারভিনের আদালতে ৪৮ জনের নাম উল্লেখসহ কয়েকজনের নামে দায়েরকৃত ২০০২ সালের সংশোধিত ২০০৯ এর দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারা তৎসহ ফৌজদারি দণ্ডবিধির ৪৩৫ ও ৪৩৬ ধারাসহ কয়েকটি ধারায় দায়েরকৃত মামলার (থানাকে এফআইআর আর হিসেবে গণ্য করার নির্দেশ, জিআর-১৪৯/২৪ ) এজাহার বহির্ভুত ও সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক হাবিবুর রহমান গত ১৭ নভেম্বর আদালতে আবেদন জানান।
এ ছাড়া গত ৬ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা মোড় এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠণের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আলীপুর ঢালীপাড়ার আলাউল ইসলামের ১৮ ফেব্রুয়ারি দায়েরকৃত মামলায় এজাহারবহির্ভুত ও সন্দিগ্ধ আসামী হিসেবে তাদের তিনজনকে গ্রেপ্তার দেখানোর জন্য মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মহসিন আলী গত ১৭ নভেম্বর আদালতে আবেদন জানান।
উপরোক্ত চারটি মামলায় ওই তিন আসামীকে গ্রেপ্তার দেখানোর জন্য কেরানীগঞ্জ কারাগারে পিডব্লিউ পাঠিয়ে ২৩ নভেম্বর সাতক্ষীরা আদালতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ বিশেষ কারণে রবিবার আসামীদের আদালতে হাজির করাতে না পারায় আগামি ৩০ নভেম্বর তাদেরকে আদালতে হাজির করানোর জন্য পরবর্তী দিন ধার্য করা হয়।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. জিয়াউর রহমান জিয়া বলেন, যথাসময়ে পুলিশ প্রটোকল না পাওয়ায় কেরানীগঞ্জ কারাগার থেকে ওই তিন আসামীকে সাতক্ষীরা আদালতে হাজির করা সম্ভব হয়নি মর্মে তিনি জেনেছেন। সে কারণে তাদের হাজির করানোর জন্য পরবর্তী দিন হিসেবে ৩০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক রামপদ দাসের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
(আরকে/এএস/নভেম্বর ২৩, ২০২৫)
