সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে এসে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজন ধর্ষণের শিকার হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনার একদিন পর রবিবার (২২ নভেম্বর) সকালে  ওই তিন বান্ধবীর একজন বাদী হয়ে মোল্লাহাট থানায় চার যুবকের নামে শ্লীলতাহানি ও একজন ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেছেন।

মোল্লাহাট থানার ওসি মো. ফজলুল হক এতথ্য নিশ্চিত করে আরো জানান, শনিবার বিকেলে খুলনা থেকে এক তরুণী তার দুই বান্ধবীকে সাথে নিয়ে মোল্লাহাটের রাজপাট গ্রামে ফুফুর বাড়ীতে বেড়াতে আসেন। কিছুক্ষণ পর তারা বাড়ীতে ব্যাগ রেখে গ্রামে ঘুরতে বের হন। হাঁটতে হাঁটতে তারা সন্ধ্যা ৬টার দিকে নাশুখালী গ্রামের জনৈক মজিবর রহমানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উঠেন।

এ সময় চার যুবক সেখানে উপস্থিত হয়ে তিন বান্ধবীকে কুপ্রস্তাব দেয়। তারা রাজি না হওয়ায় চার যুবক জোরপূর্বক তাদের শ্লীলতাহানি করতে থাকে। কৌশলে এক তরুণী পালাতে পারলেও যুবকরা দুই তরুণীকে মুখ চেপে ধরে ভবন থেকে নামিয়ে একটি মৎস্য ঘেরে নিয়ে তাদের মধ্যে একজনকে ধর্ষণ এবং অন্যজনকে আবারো ঘেরের পাড়ে শ্লীলতাহানি করে। পালিয়ে যাওয়া তরুণীর চিৎকার শুনে লোকজন দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুণীকে উদ্ধার করে। এসময়ে ওই চার যুবকরা সেখান থেকে পালিয়ে যায়।

রবিবার সকালে ওই তিন বান্ধবীর একজন বাদী হয়ে মোল্লাহাট থানায় চার যুবকের নামে শ্লীলতাহানি ও একজন ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের আটকে অভিযান চালাচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

(এসএসএ/এএস/নভেম্বর ২৩, ২০২৫)