মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১ নং  চর জব্বর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান  ইমান আলী বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার গুনগতমান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর (রবিবার) ইমান আলী বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সুধি সমাবেশের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

ইমান আলী বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার মাওলানা সোলাইমানের সঞ্চালনায় এবং ইমান আলী বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যসহ দোয়া ও মোনাজাত পেশ করেন, চর হাসান ভূঁইয়ার হাট কেন্দ্রীয় জামে মসজিদ খতিব ও চর হাসান ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোকাম্মেল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১১ নং সাইফিয়া দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, চর আবজল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তাওহিদ তারেক, ইমান আলী বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা অডিট কমিটির সদস্য আনছার আলী, ইমান আলী বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান, সুবর্ণচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম। উদ্বোধনী বক্তব্য রাখেন,ইমান আলী বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিরাজ হোসেন।

বক্তারা বক্তারা বলেন, শিক্ষা দিক্ষায় ইমান আলী বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা এগিয়ে যাচ্ছে মাদ্রাসা থেকে এবার ১২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। অভিভাবকরা যদি নিয়মিত তাদের সন্তানদের খোঁজ খবর নেয় তাহলে শিক্ষার্থিরা আরো অনেক ভালো করতো। শিক্ষকগণ পড়াশুনায় ছাত্রছাত্রীদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

(আইইউএস/এএস/নভেম্বর ২৩, ২০২৫)