রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বিরুদ্ধাচরণের অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল কাইয়ুম আবুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

দলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে আসার পর শনিবার (২২ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ড করেছেন যা সুস্পষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজ।

এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের কাছে সরাসরি উপস্থিত হয়ে সাংগঠনিক পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা ছাত্রদল ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতা কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

এদিকে, নোটিশ প্রাপ্তির পর তার কপি ফেসবুকে পোস্ট করে ছাত্রদল নেতা আবু লিখেছেন, বহিষ্কার মনে হয় হয়ে গেলাম, যাই হোক আমি আনন্দিত।

প্রসঙ্গত, সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান মনির। মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পর থেকেই তার বিরোধিতা করে আসছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল কাইয়ুম আবু।

(আরকে/এএস/নভেম্বর ২৩, ২০২৫)