জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর -১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন চার বারের উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। তিনি দীর্ঘদিন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।
আব্দুর রউফ তালুকদার জামালপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরের তার ব্যক্তিগত কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
স্বতন্ত্র প্রার্থী ঘোষণার পরেই স্লোগানে স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে তার কর্মীসমর্থকরা। তাৎক্ষণিক আনন্দ ও স্বাগত মিছিল বের করা হয়।
আবদুর রউফ তালুকদার স্বতন্ত্র প্রার্থী ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আগামী নির্বাচনে ভোটের পরিস্থিতি নিয়েও হিসাব কষছেন সাধারণ ভোটাররা।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার মতবিনিময় সভায় বলেন, জনগণ আমাকে চারবার ভোট দিয়ে উপজেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সেবামুখী কার্যক্রমে আমি সবসময় জনগণের পাশে ছিলাম। এবারও জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এলাকার মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের ভালবাসা নিয়ে আগামী দিনেও সবার পাশে থাকতে চাই।
মতবিনিময় সভায় উপস্থিত নেতা কর্মীরা বলেন, আবদুর রউফ তালুকদারের নেতৃত্বে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ও স্বাস্থ্যসেবায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তিনি এমপি হলে পাল্টে যাবে এই জনপদের মানুষের ভাগ্য। এদিকে তার প্রার্থী হওয়াকে ঘিরে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন তার স্বতন্ত্র অংশগ্রহণ ভোটের সমীকরণ বদলে দিতে পারে।
(আরআর/এএস/নভেম্বর ২৪, ২০২৫)
