ইমা এলিস, নিউ ইয়র্ক : প্রেসিডেন্ট ট্রাম্প ১ লাখ ডলারের কম আয়কারী করদাতাদের জন্য ২ হাজার ডলারের 'ট্যারিফ রিবেট' দেওয়ার প্রস্তাব করেছেন। তাঁর দাবি, এই অর্থ ট্যারিফ থেকে আসবে এবং সম্ভব হলে জাতীয় ঋণ কমাতেও সহায়ক হবে।

ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’- এ লিখেছেন, বিদেশ থেকে আসা বিপুল পরিমাণ ট্যারিফ আয়ের মধ্য থেকে স্বল্প ও মধ্যম আয়ের মার্কিন নাগরিকদের জন্য প্রদত্ত ২হাজার ডলারের অর্থের যে অংশ অবশিষ্ট থাকবে, তা জাতীয় ঋণ উল্লেখযোগ্যভাবে কমাতে ব্যবহার করা হবে।

প্রশাসন এই অর্থের জন্য কারা যোগ্য হবেন, সে বিষয়ে এখনো প্রাথমিক ধারণা ছাড়া স্পষ্ট নির্দেশনা দেয়নি। ট্রাম্প বলেছেন, আমরা শত শত বিলিয়ন ডলারের ট্যারিফ সংগ্রহ করেছি। আমরা সম্ভবত আগামী বছরের মাঝামাঝি বা তারও পরে মাঝারি ও মধ্যম আয়ের ব্যক্তিদের জন্য হাজার হাজার ডলারের ডিভিডেন্ড প্রদান করব।

যদি এই পরিকল্পনা কেবল ১ লাখ ডলারের কম আয়ের পরিবারগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাদ পড়বেন কারণ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পারিবারিক গড় আয় ছিল ১ লাখ ৮ হাজার ৬০০ ডলার।

ট্যাক্স ফাউন্ডেশনের বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে এই পরিকল্পনা ফেডারেল ঘাটতি বাড়াতে পারে। অনুমান অনুযায়ী, করদাতা ও তাঁদের সঙ্গীদের জন্য এই কর্মসূচির খরচ হবে প্রায় ২৮০ বিলিয়ন ডলার, যেখানে এখন পর্যন্ত ট্যারিফ আয় প্রায় ১১৭ বিলিয়ন ডলার যা এই ব্যয়ের তুলনায় অনেক কম।

ট্যাক্স ফাউন্ডেশনের কর বিশেষজ্ঞরা বলেছেন, প্রায় যেকোনো নীতিগত কাঠামোয় আমেরিকানদের মধ্যে ২ হাজার ডলার করে বিতরণ করলে ফেডারেল বাজেট ঘাটতি কমবে না, বরং বাড়বে। ট্যারিফের বোঝা কমানোর ভালো উপায় হবে ট্যারিফই তুলে দেওয়া।

(আইএ/এসপি/নভেম্বর ২৪, ২০২৫)