মনোনয়ন পরিবর্তনের দাবিতে জামালপুরে গণমিছিল
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর ৩ আসনে (মেলান্দহ-মাদারগঞ্জ) বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তন করার দাবিতে মেলান্দহে এক গণমিছিল করেছে মেলান্দহ-মাদারগঞ্জের লোকজন। গণমিছিলে নিরপেক্ষ তদন্তের মাধ্যম ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জুকে চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন প্রদানের দাবি জানানো হয়েছে।
গতকাল রবিবার বিকেলে মেলান্দহ উপজেলার শহীদ মিনারে এক গণজামায়েত অনুষ্ঠিত হয়।
গণজমায়েত শেষে সেখান থেকে মেলান্দহ বাজারের দিকে এক গণমিছিল বের হয়। মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয় গণমিছিলটি। পরে মেলান্দহ বাজারের চার রাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা রঞ্জু তালুকদার, আযম খান, রেজাউল করিম রেজা, ছাত্রদল নেতা জনি প্রমুখ।
এ সময় চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু তাঁর বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন যথাযথ হয় নাই। যোগ্য প্রার্থীর অভাবে মেলান্দহ - মাদারগঞ্জ আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয় নাই। তাই দলের কেন্দ্রীয় কমিটির কাছে মেলান্দহ - মাদারগঞ্জ উপজেলার ভোটারদের দাবি দলের প্রাথমিক মনোনয়ন প্রার্থীকে পরিবর্তন করে সবার কাছে গ্রহণযোগ্য ব্যাক্তিকে মনোনয়ন দেবার দাবি জানান।
তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যম বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন প্রদানের দাবি করেন। মিছিলে অংশ গ্রহণকারীরা সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জুকে বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে দাবি করে নানা শ্লোগান প্রদান করেন।
উল্লেখ্য, এ আসনে মোস্তাফিজুর রহমান বাবুলকে বিএনপি প্রাথমিক মনোনয়ন প্রদান করেছে।
(আরআর/এসপি/নভেম্বর ২৪, ২০২৫)
