নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. শাহিন হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। এই গণপিটুনিতে আহত হয়েছে আরো অন্তত তিন যুবক। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, চুরির সময় নিহত-আহত যুবকদের হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে গণপিটুনি দেওয়া হয়। 

রবিবার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শাহিন রামনগর ইউনিয়নের গজগা গ্রামের মো. মোস্তফা মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার গভীররাতে রামনগর ইউনিয়নের দেবীনগর চৌরাস্তা মোড় এলাকায় ঘুরাঘোরি দেখে চার যুবককে আটক করে এলাকাবাসী। স্থানীয়দের সন্দেহ ওই যুবকেরা তাদের এলাকায় চুরি করতে এসেছে। পরে এমন সন্দেহের ভিত্তিতে ওই চার যুবককে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ওই চার যুবক গুরুতর আহত হন।

এর মধ্যে গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকি তিন যুবককে নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করীম বলেন, চোর সন্দেহে চার যুবককে গণপিটুনিতে দেয় স্থানীয়রা। এর মধ্যে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

(পিবি/এসপি/নভেম্বর ২৪, ২০২৫)