তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ২ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর ডা. কে এম বাবর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

আজ সোমবার শহরের বড় বাজারে পৌর সুপার মার্টের ২য় তলায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ডা. কে এম বাবর তার নির্বচনী সভা-সমাবেশ প্রচার-প্রচারণা কাভার করার জন্য অনুরোধ জানান। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. আবুল খায়ের, বিএনপি নেতা অ্যাড. তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদরউপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন সহ সহযোগি সংগঠনের নেতাকর্মি ও স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/নভেম্বর ২৪, ২০২৫)