বোয়ালমারীতে পরিকল্পিতভাবে বাড়িঘরে ব্যাপক হামলা-ভাঙচুর
বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব পরিকল্পিত ভাবে পরমেশ্বরদী গ্রাম ও তেলজুড়ী বাজারে ব্যাপক হামলা ও বাড়িঘর ভাঙচুর ও গুরুতর আহত করে করেছে সালথা উপজেলার খারদিয়া গ্রামের লোকজন।
সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজার ও পরমেশ্বরদী পশ্চিমপাড়া অতর্কিত হামলা চালায় সালথার খাড়দিয়া ও পরমেশ্বরদীর এক অংশের লোকজন। এ ঘটনায় রামদা, চাইনিজ কুড়াল, ও বল্লব দিয়ে আহত করে ৭-৮ জন ও ইটপাটকেল লেগে আহত হয় ৪০-৫০ জন। এদের মধ্যে মারাত্বক আহত হয় শেখর ইউনিয়নের দৈবকনন্দপুর গ্রামের বাসিন্দা আফতাব (৪২), দূর্গাপুর চরপাড়া গ্রামের নাদেন (২৪), সবজি ব্যবসায়ী রেজাউল (৫০), বাজিতপুর গ্রামের বিপ্লব (৩৫), তেলজুড়ী গ্রামের ওহিদ (৪০), ইউনুস (৫০) দূর্গাপুর গ্রামের লিপটন শিকদার (৩৫)।
স্থানীয়দের দাবি, পরমেশ্বরদী গ্রামের মকসেদ শেখ (৭৫), মাসুদ ও হারুনের নেতৃত্বে সালথার খারদিয়া এলাকা থেকে লোক এনে এই হামলা চালানো হয়। পরমেশ্বরদী গ্রামের জাপান (৩০)-এর ছেলে এবং হারুনের ছেলের মধ্যে গোসল করার সময় সামান্য বিবাদকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দূর্গাপুর গ্রামের ইলিয়াস মোল্লা বলেন, সালথা উপজেলার খারদিয়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে পরমেশ্বরদী পশ্চিমপাড়া গ্রামে ও আমাদের শেখর ইউনিয়নের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার নিন্দা জানাই। আমাদের লোকজনকে তারা মারাত্মক আহত করেছে। আমরা এর বিচার চাই।
শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ বলেন, খারদিয়া গ্রামের বাসিন্দা মুশফিক বিল্লাহ জিহাদ মিয়া ও তার মামা ইলিয়াস কাজী যৌথভাবে এক থেকে দেড় হাজার লোক ঢাল, সড়কি, দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমাদের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের না জানিয়ে এভাবে অতর্কিত হামলা চালানো যেন বাঘ শিয়ালের লড়াই হয়েছে। এর তীব্র নিন্দা জানাই। তারা আমাদের আত্মীয়। আমরা জানি, তারা পরমেশ্বরদী ইউনিয়নের লোকজনের সাথে রাজনীতি করে। তারা আমাদের লোকজনের উপর হামলা কেন চালালো। এর বিচার চাই।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আমারা যৌথ বাহিনী ঘটনা স্থলে পৌঁছে পরিবেশ শান্ত করি। তবে এ ঘটনা কাম্য নয়।
মধুখালী সার্কেল আজম খান বলেন, এ ঘটনা যেন বর্বর জাতিতে পরিনতি হয়েছে। আমি ঘলটনা স্থলে এসে জেনেছি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালথা থেকে লোকজন এনে এ হামলা চালায়। ভিডিও ফুটেজ দেখে দেখে আমরা প্রকৃত দোষীদের আটক করবো। এ ঘটনায় মামলা হবে। পুলিশ মোতায়েন করা আছে।
(কেএফ/এসপি/নভেম্বর ২৪, ২০২৫)
