কাপ্তাইয়ে দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত
রিপন মারমা, রাঙ্গামাটি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রাঙ্গামাটি ২৯৯ নং আসনে এডভোকেট দীপেন দেওয়ান এর ধানের শীষের কাণ্ডারী হিসেবে পরিচিত এই প্রার্থী সমর্থনে কাপ্তাইয়ে নির্বাচনী প্রথম প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কাপ্তাই আপস্টিন জেটি ঘাট সড়কের পাশে নির্বাচনী প্রথম প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মামুনের সঞ্চালনায় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি- ২৯৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এসময় প্রধান অতিথির বক্তব্য বলেন, কাপ্তাই উপত্যকা আমাদের দেশের অর্থনীতি, প্রকৃতি, সংস্কৃতি—সবদিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। অথচ ১৭ বছর ধরে এ অঞ্চলের মানুষের ন্যায্য প্রাপ্য উন্নয়ন হয়নি। জনগণ আমাকে নির্বাচিত করলে কাপ্তাইয়ের সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, চন্দ্রঘোনা–রাইখালী ফেরিঘাটে জরুরি ভিত্তিতে একটি ব্রিজ নির্মাণ করা হবে, যাতে যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিনের দুর্ভোগ দূর হয়। কাপ্তাইকে পূর্ণাঙ্গ মৌজা হিসেবে ঘোষণার প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। বন্ধ হয়ে যাওয়া কে পি এম ও কে আর সি পুনরায় স্বতঃস্ফূর্তভাবে চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থান ফের ফিরে আসে। কর্ণফুলী সরকারি কলেজে অনার্স কোর্স চালু করে শিক্ষার সুযোগ বৃদ্ধি করা হবে। পাশাপাশি কাপ্তাইয়ে জনস্বাস্থ্য, রাস্তাঘাট, কৃষি ও পর্যটন খাতে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের উপস্থিতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
এছাড়া বক্তব্য দেন—জেলা বিএনপির সহ সভাপতি ডা. রহমত উল্লাহ,সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো)সাইফুল ইসলাম পনির, জেলা যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ–সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলমসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেন। অপূর্ব উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত এ নির্বাচনী প্রচারণা সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/নভেম্বর ২৫, ২০২৫)
