ফাত্তাহ তানভীর রানা

আমার শরীরে গুলি লেগেছে
আমাকে হাসপাতালে নেয়া হচ্ছে
মনে হয় বাঁচবো না!
কেউ আমাকে টার্গেট করেছে
মারা তো যেতেই হতো।
সবাই মারা যায়
কেউ স্বাভাবিক, কেউ বা অস্বাভাবিকভাবে;
আমার স্ত্রী সন্তান সম্ভবা
তার পাশে কেউ রইলো না।
আমাদের অনাগত সন্তানের
থাকবে না সম্পত্তি, থাকবে না ছায়া
অথচ তাকে নিয়ে কত স্বপ্ন ছিল!
তবুও ভূমিষ্ট হোক শিশু।
সে হবে প্রকৃতির সন্তান
যুদ্ধ করে বেড়ে উঠতে হবে
যুদ্ধে জিতলে
সে হবে দিগ্বীজয়ী।