ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের আলহাজ মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা মনোনয়ন পরিবর্তন করে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে প্রার্থী ঘোষণার দাবি জানান।

বীর মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দীন মালিথার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।

বক্তারা বলেন, হাবিবুর রহমান হাবিবকে প্রার্থী করায় ঈশ্বরদী-আটঘরিয়াবাসীর প্রত্যাশা ভেঙে গেছে। পাবনা-৪ আসনে জাকারিয়া পিন্টুর বিকল্প নেই বলে দাবি করেন তারা। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে জননন্দিত নেতা জাকারিয়া পিন্টুকে প্রার্থী করা প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আহসান হাবিব, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, আক্কাস আলী মেম্বার, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান শহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, যুবদল নেতা নুরে আলম মোস্তফা শ্যামল, জাকির হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, মামুনুর রশিদ নান্টু, মাহমুদুর রহমান জুয়েল, যুবদল নেতা মাহমুদ হাসান, আকতার হোসেন নিপা প্রমুখ।

(এসকেকে/এসপি/নভেম্বর ২৫, ২০২৫)