সিংড়া (নাটোর) প্রতিনিধি : এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগপত্র প্রদান করেছে নাটোরের সিংড়ার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের ছাত্র/ছাত্রীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অতিরিক্ত ফি কমানোর দাবীতে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগপত্র প্রদান করে।

অভিযোগে জানা যায়, এবার এইচ এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত ১৫৬০ এর পরিবর্তে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ৩২২০ ও মানবিক এবং বাণিজ্যিক বিভাগের জন্য ২৯৬০টাকা ফরম পূরণের জন্য ধার্য্য করে।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ছাত্র/ছাত্রীদের দাবী যদি ন্যায্য হয় তবে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম জানায়, ম্যানেজিং কমিটির সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক বোর্ড ফি, কোচিং ফি ও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নির্ধারিত টাকা নেয়া হচ্ছে। তবে শিক্ষার্থীদের অসুবিধার কারণে পুনরায় ম্যানেজিং কমিটির সিন্ধান্ত মোতাবেক ৪০০টাকা কমানো হয়েছে।

(এএআর/অ/ডিসেম্বর ১৮, ২০১৪)