স্পোর্টস ডেস্ক : গত রবিবার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে পিঁড়িতে বসার কথা ছিল ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানার। কিন্তু হঠাৎ করে স্মৃতির বাবা হৃদরোগে আক্রান্ত ও হবু স্বামী পলাশ অসুস্থ হওয়ায় বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন স্মৃতি। তবে এবার সামনে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো কিছু স্ক্রিনশট, যেখানে উঠে এসেছে অন্য এক নারীর সঙ্গে পলাশের সম্পর্কের বিষয়টি। চ্যাটে ম্যারি ডি’কোস্তা নামে এক নারী ও পলাশের কথোপকথন। ওই নারীই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব স্ক্রিনশট শেয়ার করেছেন।

যেখানে পলাশকে তার রূপের প্রশংসা করতে দেখা গিয়েছে। তার সঙ্গে দেখা করতে তো চেয়েছেনই, সাঁতারও কাটতে বলেছেন। তবে সবটাই ম্যারির দাবি। চ্যাটের স্ক্রিনশটগুলোর সত্যতা যাচাই করা যায়নি বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

সেই সঙ্গে ম্যারি স্মৃতির সঙ্গে পলাশের সম্পর্ক নিয়ে জানতে চান। ভারতীয় ক্রিকেটারের হবু স্বামী জানান, তাদের মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। স্মৃতি ক্রিকেট খেলতে দেশের বাইরে থাকার কারণে তিন বা পাঁচ মাসে একবার দেখা হতো তাদের।

তাই নেটিজেনদের ধারণা, পলাশের প্রতারণার বিষয়টি আগেই ধরে ফেলেছেন স্মৃতি। আর এ কারণেই বিয়ে পিছিয়ে দিতে স্মৃতির বাবার শরীর খারাপ হয় এবং স্মৃতি বিয়ে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তাহলে কি এই আলোচিত বিয়ে সাত পাকে বাঁধা পড়ার আগেই কেটে যাচ্ছে?

(ওএস/এসপি/নভেম্বর ২৫, ২০২৫)