প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে ৪০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
আজ মঙ্গলবার সকালের দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের কাঙ্গালকুর্শা এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ। এর আগে ভোর সাড়ে ৪ টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
আটককৃত যুবকের নাম নূর ইসলাম (৩৫)। তিনি পাশ্ববর্তী ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের ডিগ্রির চর এলাকার আজমত আলীর ছেলে।
স্থানীয়া জানায়, মঙ্গলবার ভোর রাতে দুইজন যুবক অটোরিকশা দিয়ে কাঙ্গালকুর্শা এলাকায় আসেন। ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের করতে যান তারা। স্থানীয় এক যুবক ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার সময় ওই নারীর চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান। তিনি গিয়ে নূর ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন। তার ডাক চিৎকারে আরও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় সঙ্গে থাকা আরেক যুবক দৌড়ে পালিয়ে যান।
পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ গেলে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে নূর ইসলাম নামে একজনকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(আরআর/এসপি/নভেম্বর ২৫, ২০২৫)
