ফরিদপুরে পদ্মা নদীতে ভাসছিলো কুষ্টিয়ার শ্রমিকদল নেতার লাশ
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে পদ্মা নদী থেকে কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু'র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় পদ্মা নদীর কবিরপুর খেয়াঘাট পয়েন্ট ফরিদপুর নৌ পুলিশের একটি সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে আন্নু'র মরদেহ উদ্ধার করে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নিহতের পরিবার মরদেহ শনাক্ত করার পর মরহুমের পরিচয় নিশ্চিত করে পুলিশ।
এর আগে, গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন এ শ্রমিকদল নেতা। এ ঘটনার পরে নিখোঁজ আবেদুর রহমানের স্ত্রী কুষ্টিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উপরোক্ত বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন জানান,' ৯৯৯ নম্বরে খবর পেয়ে পদ্মা নদীর সদর উপজেলার কবিরপুর চর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোনের সিমকার্ড দিয়ে পরিবারের নম্বরে ফোন দেওয়া হলে দুপুরে পরিবারের সদস্যরা এসে তার মরদেহ শনাক্ত করেন।'
এছাড়া, 'মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা তার পরিচয় শনাক্ত করেছেন। বাকী আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে 'বলেও জানান তিনি।
নিহত শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে।
(আরআর/এএস/নভেম্বর ২৫, ২০২৫)
