রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর-৩ আসনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেতে চান মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফায়েজুল ইসলাম লাঞ্জু। এ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।

মনোনীত প্রার্থীকে পরিবর্তনের দাবিতে মঙ্গলবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মো. ফায়েজুল ইসলাম লাঞ্জুকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। এতে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

মাদারগঞ্জ মেলান্দহের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জু।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহীন সবুজের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রওশন আলম তালুকদার রঞ্জু, মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার হাবলুল গাজী বেলাল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম সিজার, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম জনি, গুনারীতলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত সরকার প্রমুখ।

সমাবেশে চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু বলেন, গত ৩ নভেম্বর সারাদেশের সাথে জামালপুর-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়। কিন্তু এর আগে এই আসনে তিন বার মনোনয়ন পেয়েও পরাজিত হয়েছেন তিনি। এছাড়াও ঢাকা কেন্দ্রীক হওয়ায় দুই উপজেলায় জনপ্রিয়তার ঘাটতি রয়েছে তার। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীকে বাতিল করে যদি আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়, তবে দীর্ঘদিনের হারানো এ আসনটি বিএনপির ঘরে যাবে ইনশাআল্লাহ্।

এর আগে দুপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয় নেতাকর্মী ও সাধারণ ভোটার সমর্থকরা। সমাবেশের শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

(আরআর/এএস/নভেম্বর ২৬, ২০২৫)